শনিবার, জুলাই ৫, ২০২৫
Led05রাজনীতি

৫০ হাজার বৃক্ষরোপণের ঘোষণা জামায়াতের, উদ্বোধন করলেন মাওলানা জব্বার

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ নারায়ণগঞ্জ মহানগরীতে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় সানারপাড় বাসস্ট্যান্ড মসজিদ প্রাঙ্গণে জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ উত্তর থানা এই কর্মসূচির আয়োজন করে। নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামী মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা আবদুল জব্বার ঘোষণা করেন, এই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিতে নারায়ণগঞ্জে ৫০ হাজার বৃক্ষ রোপণ করা হবে। তিনি বলেন, “শুধু রোপণের মধ্যেই আমাদের কাজ সীমাবদ্ধ থাকবে না। এটিকে পরিচর্যা করে একটি সবুজ নগরী হিসেবে নারায়ণগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “আমাদের আগামীর প্রজন্ম যেন সবুজে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে আমরা আমাদের প্রত্যেকটি সম্ভাব্য জায়গায় বৃক্ষ রোপণ করতে চাই।” নারায়ণগঞ্জবাসীকে এই বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মো. জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সেক্রেটারি কামরুল ইসলাম রিপন, বিশিষ্ট সমাজসেবক ও সিদ্ধিরগঞ্জ ৩ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী আব্দুল খালেক, এবং থানা বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দসহ স্থানীয় সাধারণ মানুষ।

RSS
Follow by Email