সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
Uncategorized

৫০+ ভ্যাটারেন্স ক্লাব প্রেসিডেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

লাইভ নারায়ণগঞ্জ: দেওভোগে ৫০+ ভ্যাটারেন্স ক্লাবের উদ্দ্যেগে প্রেসিডেন্ট কাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারী) বেলা ৩ টায় নগরীর দেওভোগে শেখ রাসেল পার্ক মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

৫০+ ভ্যাটারেন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন লাভলুর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট সমাজ সেবক প্রধান অতিথি হাজী মোঃ নিজামুল হক, এসময় প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তিনি বলেন যুব সমাজ খেলাধূলার চর্চায় থাকলে মাদক থেকে দূরে থাকে, আমরা সবাই যেন ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলার টুর্নামেন্ট আয়োজন বেশি বেশি করতে পারি সেদিকে আমাদের সমাজের সকলের নজর রাখা উচিত। এই দেশটা আমাদের সকলের তাই খেলাধূলার বিকল্প কিছু নাই।

৫০+ ভ্যাটরেন্স ক্লাব প্রেসিডেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ জাহাঙ্গীর কবির পোকন, আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান খসরু, আলহাজ্ব মোঃ আলমগীর হোসেন, মোঃ নাসির হোসেন, হাজী মোঃ আনিসুর রহমান, হাজী মোঃ মানিক প্রধান, মোঃ আমিনুর রহমান লিটন, মোঃ সাইদ ভূইয়া, মোঃ শহিদুল ইসলাম বাচ্চু, হাজী মিলন ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, আতিকুর রহমান বিপ্লব, মাসুদুর রহমান, বিপ্লব হোসেন শুক্কুর, মোঃ মামুন, আলী হায়দার সাগর, রিপন খান প্রমুখ।

RSS
Follow by Email