৪শ’ শিক্ষার্থীকে ঈদ উপহার দিলো বিদ্যানিকেতন স্কুল
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানিকেতন স্কুলে ৪০০ শিক্ষার্থীকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিদ্যানিকেতন ট্রাস্টের অর্থায়নে প্রতিবছরের ন্যায় এবারও প্রায় ৩লাখ টাকার ঈদ সামগ্রী উপহার দেয় প্রতিষ্ঠানটি।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো, পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, খিচুড়ির চাল, সেমাই ও মুগ ডাল।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন সভাপতি ও ট্রাস্ট সদস্য বদিউজ্জামান বদু, ট্রাস্ট সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যরিস্টার মেহেদী হাসান, সাবেক পিপি ও ট্রাস্ট সদস্য এড. নবী হোসেন, ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, ট্রাস্ট সদস্য মনির খান ও মোয়াজ্জেম হোসেন সোহেল ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহাসহ শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।