বুধবার, আগস্ট ৬, ২০২৫
Led03রাজনীতি

৩৬ দিনের আন্দোলন শেখ হাসিনার সব দম্ভ চুরমার করে দেয়: সানি

লাইভ নারায়ণগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশের মানুষ দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে। ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মঙ্গলবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের পতন দিবসের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি।

সানি বলেন, জুলাই গণঅভ্যুত্থান হলো জনগণের বিজয়। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছে। এই বিজয়কে ধরে রাখতে হবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে মানুষ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। দেড় যুগের কর্তৃত্ববাদী শাসন, চাকরিতে বৈষম্য, সীমাহীন দুর্নীতি, ব্যাংক খাতে লুটপাট এবং বিরোধী মত দমনে গুম, খুন ও নির্যাতনে জনগণ ক্ষুব্ধ ছিল। সেই ক্ষোভের বিস্ফোরণ ঘটে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে। ৩৬ দিনের আন্দোলন শেখ হাসিনার সব দম্ভ চুরমার করে দেয় এবং তার স্বৈরশাসনের পতন ঘটে।

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ লতিফ তুষারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি মো. স্বপন চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. মাহাবুব মোল্লা, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন স্বাধীনসহ অন্যান্য নেতারা।

RSS
Follow by Email