বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
Led03Led05জেলাজুড়ে

৩৬ ঘন্টায় নারায়ণগঞ্জে ২৯ জন গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত লকডাউন কর্মসূচিতে অন্তর্ঘাত ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা নস্যাৎ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। গত ৩৬ ঘন্টায় জেলার সাতটি থানা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৯ জন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত এই ২৯ জন নেতা-কর্মী নাশকতার উদ্দেশ্যে সংগঠিত হচ্ছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলা রয়েছে।

বিশেষ অভিযানে বিভিন্ন থানা কর্তৃক গ্রেপ্তার সংখ্যা নিম্নরূপ, সদর থানা পুলিশ ৭ জন এবং ফতুল্লা থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২ জন ও বন্দর থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। এছাড়াও রূপগঞ্জ থানা পুলিশ ৫ জন, সোনারগাঁও থানা পুলিশ ২ জন এবং আড়াইহাজার থানা পুলিশ ৪ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারকৃত সকলকে এরই মধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই সাঁড়াশি অভিযান লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে পুলিশের কঠোর অবস্থানের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।

RSS
Follow by Email