সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
Led03জেলাজুড়েসদর

৩৩৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৪ মার্চ) সদর থানায় অভিযাকালে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম আ. জলিল (৩৪), শরিয়তপুরের গোসাইরহাট থানার মো. মহিউদ্দিনের ছেলে সে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়। র‌্যাব আরও জানায়, ৪ টি লোহার রোলারে করে ফেন্সিডিল পাচার করার সময় ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। লোহার রোলার হতে ৩৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে ফেন্সিডিল ফেনী থেকে এনে নারায়ণগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

RSS
Follow by Email