বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
রাজনীতি

৩১ দফা প্রচারে শহরে মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও জনকল্যাণমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি নেতা জনাব মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে এই প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে চাষাঢ়া ও বি.বি. রোড সংলগ্ন বাণিজ্যিক এলাকাগুলোতে ব্যাপক প্রচারণা চালানো হয়। খাজা সুপার, সমবায়, প্যানারোমা প্লাজা, সায়হাম প্লাজা, পপুলার প্লাজা ও চাষাড়া বালুর মাঠের আশপাশের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, “৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জনগণের অধিকার পুনরুদ্ধারের রূপরেখা। বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

উক্ত প্রচারণা কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু এবং কৃষক দলের নেত্রী লিপি খন্দকার।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের প্রচার সম্পাদক ও মহিলা নেত্রী জহুরা খাতুন, মমলা বেগম, শাহনাজ বেগম, সখিনা বেগম ও নাজমা বেগম প্রমুখ।

RSS
Follow by Email