বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েসদর

৩০০ শয্যা হাসপাতালে হামলাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসক এবং হাসপাতালের জরুরী বিভাগে হামলা-ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা হয়।

বিক্ষোভকারী চিকিৎসকরা জানান, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল বহিরাগত হাসপাতালে প্রবেশ করে কর্তব্যরত চিকিৎসক, নার্স,কর্মচারীদের মারধর এবং হাসপালের জরুরী বিভাগে ভাংচুর করে। এ ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভূগছে। চিকিৎসকরা ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, হাসপালের চিকিৎসা তত্বাবধায়ক ডাঃ আবুল বাশার,আবাসিক চিকিৎসক ডাঃ দেবরাজ মালাকার, আবাসিক সার্জন ডাঃ আবুল কাইয়ুম,সিনিয়র কনসালটেন্ট ডাঃ জহির উদ্দীন,ডাঃ সুলতান মাহমুদ, ডাঃ মিনারা সুলতানা,জুনিয়র কনসালটেন্ট ডাঃ ফয়েজ উদ্দীনসন সকল মেডিকেল অফিসার, নার্স, শিক্ষার্থী, তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।

RSS
Follow by Email