মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতিসদরস্বাস্থ্য

৩০০ শয্যা হাসপাতালে মহানগর জামায়াতের ১০০০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান

লাইভ নারায়ণগঞ্জ: দরিদ্র সুবিধা বঞ্চিত ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে ১০০০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান করেছে মহানগর জামায়াতে ইসলামী। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ৩০০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক আবুল বাশারের কাছে এ টেস্ট কিট হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগরী জামায়াতে ইসলামের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ, মহানগর জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন ও জামায়াত নেতৃবৃন্দ ও হাসপাতালের অন্যান্য চিকিৎসক।

RSS
Follow by Email