রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05স্বাস্থ্য

৩০০ শয‌্যা হাসপাতা‌লে প‌রিস্কার প‌রিচ্ছন্নতা অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৩০০ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতা‌লে ডেঙ্গু প্রাদুর্ভাব দূরীকরণের লক্ষ্যে ২ দিনব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অ‌ভিযান শুরু হ‌য়ে‌ছে।

বুধবার সকাল ৯টার দি‌কে এ কর্মসূ‌চির উদ্বোধন ক‌রেন হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার।

“জমে থাকা পানি তিন দিনে এক দিন অপসারণ করি” এ শ্লোগান‌কে সা‌ম‌নে রে‌খে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতি ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ইউনিট এর উদ্যো‌গে এ কর্মসূ‌চির আ‌য়োজন করা হয়।

এ অনুষ্ঠা‌নে অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন হাসপাতা‌লের গাইনি বিভা‌গের প্রধান ডা. জাহাঙ্গীর আলম ও আবা‌সিক চি‌কিৎসক ডা. দেবরাজ মালাকার।

তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার জানান, বর্তমানে ডেঙ্গু ভয়াবহ আকাড় ধারণ করেছে। আমাদের হাসপাতালেই রোগী আছে ৩৫ জন। তাই মানুষকে সচেতন করতে বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারি সমিতি ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ইউনিট পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। আমরা তাদের সহযোগীতা করেছি। আজকে ভিতরের অংশ পরিচ্ছন্ন করা হয়েছে। আগামীকাল বাহিরে পরিচ্ছন্ন করা হবে।

আরও উপ‌স্থিত ছি‌লেন হাসপাতা‌লের প্রধান সহকারী তাজুল ইসলাম, ওয়ার্ড মাস্টার শেখ আসগর আলী, ক‌মিটির সভাপ‌তি মো. নূ‌রে আলম র‌নি, সহ-সভাপ‌তি সাইদুর রহমান, ইয়া‌ছিন ফ‌কির, সাধারণ সম্পাদক মাছুম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক নূ‌রে আলম, অর্থ সম্পাদক জ‌সিম উদ্দিনসহ ক‌মি‌টির অন‌্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email