২ মামলায় আইভীর জামিন আবেদন, আবারো নামঞ্জুর
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর ২ মামলার জামিন আবেদন আবারো নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২১ মে) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হায়দার আলীর আদালতে জামিন শুনানী অনুষ্ঠিত হয়। অপর একটি মামলায় আগামী ২৫ মে রিমান্ড শুনানীর দিন ধার্য করা হয়েছে। এছাড়া আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানীর (ফৌজদারী বিবিধ মোকদ্দমা) আবেদন করলে আগামী ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত।
আদালতে সাবেক মেয়র আইভীর পক্ষে জামিন শুনানীতে অংশ নেন এডভোকেট আওলাদ হোসেন, এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, এডভোকেট জিয়াউল ইসলাম কাজল, এডভোকেট জাহিদুল হক দিপু, এডভোকেট প্রদীপ ঘোষ বাবু, এডভোকেট শাহীন মাহমুদসহ অনেকে।
আইনজীবী আওলাদ হোসেন গণমাধ্যমে জানান, সাবেক মেয়র আইভীর পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানীর (ফৌজদারী বিবিধ মোকদ্দমা) আবেদন করলে আগামী ২৭ মে ধার্য তারিখ নির্ধারণ করেন আদালত। একটি মামলায় আগামী ২৫ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানী অনুষ্ঠিত হবে। দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন নামঞ্জুর করেছে।
এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে হত্যা মামলায় মেট্রাপলিটন আদালত জামিন দিতে পারলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন দেয়ার এখতিয়ার রাখে। আমরা আদালতের কাছে জামিন আবেদন জানালেও আদালত জামিন নামঞ্জুর করেছে।
প্রসঙ্গত, এর আগে গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত আইভীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। গত ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। পরে আইভীকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়।