মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
Led02শিক্ষা

২৮ প্রধান শিক্ষকের হাতে ক্রীড়া সরঞ্জাম: ‘খেলাধুলায় দক্ষতা বাড়াবে’ গিয়াসউদ্দিন

লাইভ নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জ এলাকার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে ক্রীড়া সরঞ্জাম তুলে দিয়েছেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মধ্যে শীতকালীন ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

এ সময় গিয়াসউদ্দিন বলেন, ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে আমাদের ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত ও অনুপ্রাণিত করতে চাই। তাদের মনোযোগ ও প্রতিভা বিকাশে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের এ চেষ্টায় আশা করি- শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ সৃষ্টি করবে। একই সাথে খেলাধুলায় দক্ষতা বাড়াবে। মৌসুমি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিতভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। এগুলো বাস্তবায়নে আপনাদের অংশগ্রহণ অপরিহার্য। সহযোগিতা পেলে আমাদের লক্ষ্য আরও দৃঢ়ভাবে বাস্তবায়ন করা যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক জি. এম. সাদরিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক কায়সার রিফাত, মাজেদুল ইসলাম, আবুল হোসেন, শিক্ষা ফাউন্ডেশনের আহ্বায়ক শিশির ঘোষ অমর, রিফাত হোসেন ও রাজিব আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক দেলোয়ার হোসেন।

RSS
Follow by Email