২৮ দিনে না.গঞ্জে ৭৩০জন ডেঙ্গু আক্রান্ত
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গু জ্বরের তাণ্ডব এখন আর শুধু সংক্রমণ নয়, এটি এখন জনস্বাস্থ্যে এক চরম বিপর্যয়। বর্ষা বিদায় নিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি স্বাস্থ্য বিভাগ, বরং পরিস্থিতি এখন আশঙ্কার সব মাত্রা ছাড়িয়ে তীব্র জন-আতঙ্ক সৃষ্টি করেছে। ডেঙ্গুর এই অনিয়ন্ত্রিত দাপটে কার্যত দিশেহারা জেলাবাসী।
জেলা স্বাস্থ্য বিভাগকে রীতিমতো কাঁপিয়ে দিয়ে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার, ২৮ অক্টোবর পর্যন্ত) জেলায় রেকর্ড সংখ্যক ৩৪ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই এক দিনের বিস্ফোরণে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো উদ্বেগজনক ১ হাজার ৬১৮ জনে।
সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন বলছে, পরিস্থিতি সবচেয়ে মারাত্মক রূপ নিয়েছে চলতি অক্টোবর মাসে। মাত্র ২৮ দিনের মাথায় এই মাসে মোট ৭৩০ জন রোগী শনাক্ত হয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা, মশা নিধন কার্যক্রমের দুর্বলতা এবং শুষ্ক মৌসুমেও রোগের এই ঊর্ধ্বগতি চরম বিপদের ইঙ্গিত দিচ্ছে।
নতুন শনাক্ত হওয়া রোগীরা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল, সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
যদিও গত ২৪ ঘণ্টায় ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট সুস্থ: ১ হাজার ৫৩৯, তবুও হাসপাতালে এখনও চিকিৎসাধীন রোগীর সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। সবচেয়ে স্বস্তির দিক হলো, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর নিশ্চিত করেনি স্বাস্থ্য বিভাগ। তবে এই স্বস্তি যে কোনো মুহূর্তে শেষ হতে পারে, যদি দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা না যায়।
