শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
জেলাজুড়ে

২৮৫০ পিছ ইয়াবাসহ র‌্যাব-১১‘র হাতে আটক ১

লাইভ নারায়ণগঞ্জ: ২৮৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৬ নভেম্বর) কুমিল্লার দাউদকান্দি থানার টোলপ্লাজা এর সামনে চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের সামনে থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রবিবার র‌্যাব-১১ এর মিডিয়া ইন্সপেক্টর এএসপি সনদ বড়ুয়ার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মো. শাকিল আহমেদ (২৫), পিতা-মো. আব্দুল বাতেন, মাতা-মোছা. রেখা বেগম। নরসিংদী জেলার শাধবদী থানার পাঁচদোনার পাথরপাড়ার বাসিন্দা সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলা থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকা সহ দেশে বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email