রবিবার, আগস্ট ৩, ২০২৫
Led02Led05রাজনীতি

২৭ বছর পর সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন

লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। দীর্ঘ ২৭ বছর পর সরাসরি কমিটির অনুমোদন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে মো. আমিনুল ইসলামকে সভাপতি এবং মাহমুদা আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও আবু ইসলাম সিনিয়র সহ-সভাপতি এবং মাহমুদা আক্তার মিতু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। চার সদস্যের এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটির সভাপতি আমিনুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন।

উল্লেখ্য, এর আগে সোনারগাঁ সরকারি কলেজে আহ্বায়ক কমিটি দিয়ে ছাত্রদলের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। এবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা আসায় স্থানীয় ছাত্রদল কর্মীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

RSS
Follow by Email