২৫ জানুয়ারি নারায়ণগঞ্জে আসছেন শায়খে চরমোনাই
লাইভ নারায়ণগঞ্জ: জেলা ও মহানগর ইসলামী আন্দোলনের সম্মেলনে যোগ দিতে ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জ আসছেন দলটির আমির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে এক ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।
বিজ্ঞপ্ততে উল্লেখ করা হয়, ‘আগামীকাল ২৫ জানুয়ারি শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সম্মেলন ২০২৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। পুরাতন কোর্ট সংলগ্ন শিল্পকলা একাডেমিতে বিকাল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নগর ও জেলা সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করছেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহা. আশরাফুল আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, বিশেষ বক্তা নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করবেন জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম। সম্মেলনে সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার উদাত্ত আহবান জানান নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।