বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led05রাজনীতি

২৪ নেতা-কর্মী গ্রেপ্তারের অভিযোগ নারায়ণগঞ্জ বিএনপির

লাইভ নারায়ণগঞ্জ: গত এক দিনে নারায়ণগঞ্জে ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে ১১টার দিকে দলটির নারায়ণগঞ্জ কমিটির দুই শীর্ষ নেতা এই অভিযোগ করেন।

তাদের দাবি, ‘বিএনপির মহাসমাবেশ সামনে রেখে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’

আজ শুক্রবার দুপুর ২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির মহাসমাবেশ হবে। সেজন্য অনুমতি নেওয়াসহ ‘সকল প্রক্রিয়া’ সম্পন্ন করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন উদ্দীন ২৭ জুলাই রাত ১১টায় জানান, বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিয়নের ১৬ জন নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে উঠিয়ে নিয়ে গেছে।

এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান জানান, তাদেরও ৮ নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।

তবে, জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা জানান, নাশকতার পুরোনো মামলায়  ৬ জনকে দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email