রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led05জেলাজুড়েফতুল্লা

২৩ বছর পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফতুল্লায় গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফতুল্লা ইদ্রাকপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম নজরুল মাঝি (৪৫)। সে মুন্সিগঞ্জ সদর উপজেলার মাকহাটি গ্রামের মতি মাঝির ছেলে।

র‌্যাব-১১ উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাবের বিশেষ অভিযানে দীর্ঘ ২৩ বছর যাবত আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী, নজরুল মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। অনুসন্ধনে জানা যায়, মামলা হওয়ার পর থেকে আসামী আইনশৃংখলা বাহিনীর নজরদারীর বাহিরে গ্রেপ্তার এড়াতে আত্মগোপন চলে যায়। দীর্ঘ দিন পলাতক থাকে। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেপ্তারি সাজাপ্রাপ্ত পরোয়ানা ইস্যু হলে র‌্যাব-১১, তাকে ফতুল্লা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email