রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
জেলাজুড়েরাজনীতি

২১ আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনায় লামাপাড়ায় দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ফতুল্লায় আলোচনা সভা, দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকালে ফতুল্লার লামাপাড়া মারকাজি মসজিদ সংলগ্ন আয়োজন করে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ফতুল্লা থানা যুবলীগ নেতা মো. মোফাজ্জল হোসেন চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মজিবুর রহমান, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পিয়ার আলী সরদার।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফতুল্লা থানা যুবলীগ নেতা আবদুর রশিদ খান মিঠুন।

আলোচনা সভা ও দোয়া শেষে অসহায়, গরিবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

RSS
Follow by Email