২০ নং ওয়ার্ডে মাসুদুজ্জামানের মশক নিধন কার্যক্রম সম্পন্ন
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডে এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ওয়ার্ডের বাসিন্দা মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে অত্যাধুনিক ফগার মেশিন ব্যবহার করে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। এই উদ্যোগটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
এলাকাবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও মশাবাহিত রোগ প্রতিরোধের অংশ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়। মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে জানানো হয়, “আমাদের প্রিয় ওয়ার্ডবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে আমরা সর্বদা সচেষ্ট। এই মশক নিধন কার্যক্রম তারই একটি অংশ।”
এই কার্যক্রমে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন শোখন, ভিক্টর খান, পারভেজ আলম মিঠু, নুরুজ্জামান, সায়েম, আব্দুল মান্নান, রওশন, আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা এই উদ্যোগের মাধ্যমে ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় জনগণ এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।