শনিবার, আগস্ট ২, ২০২৫
সদর

২০ জুন রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপনে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ২০ জুন রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার (৩০ মে) বিকেলে জোটের প্রচার ও দপ্তর সম্পাদক অপার অরণ্যর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আলী আহমেদ চুনকা পাঠাগারে সকালে সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা এবং বিকেলে আলোচনা, পুরস্কার বিতরণ, সংগীত, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার নিয়মাবলী হলো শিশু থিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগে, চতুর্থ থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগে, অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগে এবং কলেজ—বিশ্ববিদ্যালয় ও সর্বসাধারণের জন্য‘ঘ’ বিভাগ নির্ধারণ করা হয়েছে। ‘ক’ ও ‘গ’ বিভাগের জন্য রবীন্দ্র সংগীত, ‘খ’ ও ‘ঘ’ বিভাগের জন্য নজরুলগীতি প্রতিযোগিতা। আবৃত্তির জন্য ‘ক’ বিভাগে কাজী নজরুল ইসলামের কবিতা ‘আমি হব’, ‘খ’ বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘বীরপুরুষ’, ‘গ’ বিভাগে কাজী নজরুল ইসলামের কবিতা ‘মানুষ’ এবং ‘ঘ’ বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘দুঃসময়’।

১৯ জুনের মধ্যে নগরীর বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে বইয়ের দোকান এশিরিয়া ব্যাবিলনে প্রতিযোগীদের বিশটাকা নিবন্ধন ফিসহ নাম জমা দিতে হবে। ২০ জুন শুক্রবার সকাল দশটায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রত্যেক প্রতিযোগীকে ঐ দিন সকাল পৌনে দশটায় প্রতিযোগিতাস্থলে উপস্থিত হতে হবে। বিকেলে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে।

RSS
Follow by Email