বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
ক্রীড়াজেলাজুড়েফতুল্লা

২য় বিভাগ ক্রিকেট লীগ: জেএমজেড ক্রিকেট একাডেমীর জয়

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’ এর খেলায় জেএমজেড ক্রিকেট একাডেমী ৮ উইকেটে পরাজিত করেছে এম.এম.এস ক্রিকেট একাডেমীকে।

রবিবার (১২ মে) সকালে শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে জেএমজেড ক্রিকেট একাডেমীর অধিনায়ক প্রথমে ব্যাট করতে পাঠায় এম.এম.এস ক্রিকেট একাডেমীকে।

নির্ধারিত ৪০ ওভারের ম্যাচটির দৈর্ঘ্য আগের দিনের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ওভার কমে দাঁড়ায় ২০ এ। এম.এম.এস এর ছেলেরা ১১০ রানে গুটিয়ে যায় জেএমজেড এর মুস্তাকিম ও তানভীরের স্পিনে। ইফতি একাই লড়েছেন। ৬০ রানে আউট হন এ ব্যাটসম্যান। সাঈদ করেন ১৯ রান। মুস্তাকিম পান ৪ উইকেট তানভীর পান ২ উইকেট। জবাব দিতে গিয়ে ঠান্ডা মাথায় এ রান অতিক্রম করে জেএমজেড ১৮.৩ ওভারে। নুসায়ের অপরাজিত থাকেন ৩৮ রানে,রোহান অপরাজিত থাকেন ২৩ রানে। কাইমুল ফিরেন ১১ রানে। এমএমএস এর সাইফুল ও রেজাউল ১টি করে উইকেট পান।

এম.এম.এস ক্রিকেট একাডেমী: ১১০/১০(১৮ ওভার ২বল) ইফতি-৬০, সাঈদ-১৯। অতিরিক্ত-১৪। মুস্তাকিম-৪/২৫, তানভীর-২/১৫।
জেএমজেড ক্রিকেট একাডেমী: ১১৩/২(১৮ ওভার ২বলনুসায়ের-৩৮, রোহান-২৩, কাইমুল-১১। অতিরিক্ত-৯। সাইফুল-১/১৬, রেজাউল-১/২৭

RSS
Follow by Email