সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসিদ্ধিরগঞ্জ

১৯ সেপ্টেম্বর ইসলামী আন্দোলনের গণসমাবেশ সফল করতে আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: আগামী ১৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ ইসলামী আন্দোলনের গণসমাবেশ সফল করতে আহ্বান জানয়েছে নেতৃবৃন্দরা। বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর এক প্রস্তুতি সভায় এ আহ্বার জানায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, আগামীকাল আমাদের মাঝে উপস্থিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম অগ্রদূত, সারা বাংলাদেশের আলোচিত ব্যক্তিত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, তাই আসুন আগামীকাল সমাবেশে, ইসলাম দেশ মানবতার জন্য বার্তা শুনুন।

সিদ্ধিরগঞ্জ থানার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি মুহা সুলতান মাহমুদ, সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহা ইসমাইল হোসেন,সিদ্ধিরগঞ্জ থানার শ্রমিক আন্দোলনের সভাপতি মুহা সিরাজ মোল্লা, যুব আন্দোলনের সভাপতি মুহা নাসির উদ্দীন, ছাত্র আন্দোলনের সভাপতি মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর সহ থানা ও ওয়ার্ড নেতৃত্ববৃন্দ।

RSS
Follow by Email