১৮ ঘন্টায়ও নিভেনি গাজী টায়ার কারখানায় আগুন, নিখোঁজদের স্বজনদের আহাজারি
লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে গাজী টায়ার কারাখানায় অগ্নিকান্ডের প্রায় ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রনে আসেনি। এর উপর অগ্নিকান্ডে নিখোঁজের সংখ্যা শতাধিক ছেড়ে গেছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে আগুনে পুড়ে যাওয়া কারখানার সামনে ভিড় করতে থাকেন নিখোঁজ মানুষের স্বজনরা। নিজের পরিবার, পরিচিতদের খুঁজতে আহাজারি করেন তারা।
আগুন নিভানোর জন্য বিভিন্ন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।
নরসিংদী জোনের উপসহকারী পরিচালক শীমুল মো. রাজীব লাইভ নারায়ণগঞ্জকে জানান, আমরা এখনও আগুন নিভানোর কাজ করে যাচ্ছি। একাধিক পয়েন্টে থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে যাচ্ছেন, আগুন নিয়ন্ত্রনে আমাদের চেষ্টা চলছে।
জানা যায়, রবিবার রাত ১০টা ৩৫ মিনিটে স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। ডেমরা, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশন থেকে একে একে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে।