শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Led05রাজনীতি

১৭ নং ওয়ার্ডে এমপি প্রার্থী সিরাজুল মামুনের নির্বাচনী সমাবেশ

লাইভ নারায়ণগঞ্জ:
শুক্রবার বিকালে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর ১৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ নাসির ব্যাপারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ও মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, হানিফ কবির বাবুল, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়া, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, জেলা সমাজকল্যাণ সম্পাদক আব্দুল করীম মিন্টু, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামীম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর বায়তুলমাল সম্পাদক মুযযাম্মিল হক, খেলাফত মজলিসের ১৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাশেম সিকদার, ১৫ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ শাহআলম, প্রমুখ।

RSS
Follow by Email