শনিবার, নভেম্বর ৮, ২০২৫
Led02রাজনীতিসিদ্ধিরগঞ্জ

১৬ মাস পর শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান এবং ভাতিজা আজমেরী ওসমান সহ ৮০ জন নামধারী আসামির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে। নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের নির্দেশে গত বুধবার রাতে মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় রেকর্ড করা হয়।

মামলার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান (১৯)।

আহত জিসান গত ১৯ সেপ্টেম্বর সুবিচারের দাবিতে আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছে, মামলায় নামোল্লেখ করা ৮০ জন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার নামধারী আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। এছাড়াও আসামি হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, যুবলীগ নেতা স্বপন সরদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জালাল উদ্দিন, যুবলীগ সভাপতি নূর আলম সিদ্দিকী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অলিউল্লাহ খোকন কন্ট্রাক্টর, শ্রমিকলীগ নেতা মো: আতাউর রহমান খোকন এবং যুব মহিলা লীগ নেত্রী শায়লা বেগম।

মামলায় যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের একাধিক নেতা ও কর্মীকে অভিযুক্ত করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহিনূর আলম জানান, আদালতের নির্দেশে এই হত্যাচেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিলেন। মামলাটির পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

RSS
Follow by Email