১৫ আগস্টকে কেন্দ্র করে টিপুর ‘প্রতিরোধ’ মিছিল
# আওয়ামী লীগের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: টিপু
লাইভ নারায়ণগঞ্জ: ১৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা রুখতে শহরের রাজপথে মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১২টার পর শহরের মিশনপাড়া এলাকা থেকে এই মিছিল বের হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “খুনি হাসিনা ভারতে পালিয়ে ক্ষান্ত হয়নি। প্রায়ই হুংকার দেয়, হরতাল হলে গাড়ি চলবে না। আমরা মিছিল করছি কিন্তু আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকে কোথাও খুঁজে পাচ্ছি না। শামীম ওসমান, সেলিম ওসমানদেরও আমরা খুঁজে পাচ্ছি না।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তিনি সাধারণ মানুষকে আহ্বান জানান, আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখলেই যেন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। টিপু বলেন, “আমরা মানুষকে একটি সুন্দর নারায়ণগঞ্জ উপহার দিতে চাই।”