বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
Led02আদালত

১৪ হাজার কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, চেয়ারম্যান লাক মিয়াকে গ্রেপ্তারের আবেদন

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়াকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে, দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। লাক মিয়ার ৪৯টি ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এ লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সোহানুর রহমান এ আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেনের (গালিব) আদালত আগামী ৯ এপ্রিল তার উপস্থিততে গ্রেফতার দেখানোর ওপর শুনানির দিন ধার্য করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

গ্রেফতার দেখানোর আবেদনে বলা হয়, লাক মিয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে ঘুস ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার ৯৫১ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অর্জন করেন। এবং দখলে রেখে এবং লাক মিয়ার ৪৯টি ব্যাংক হিসাবে ১৪ হাজার ৩৭৬ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৫০১ টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এসব অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ আগস্ট আসামি মো. লাক মিয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার এক মামলায় আটক আছেন। মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে লাক মিয়াকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। অন্যথায় আসামি তার উল্লিখিত অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার সুযোগ পাবে।

গত ৬ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দি ইউনিয়নের চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক।

RSS
Follow by Email