মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
Led02রাজনীতিসিদ্ধিরগঞ্জ

১৪ মাস পর শামীম ওসমানসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

লাইভ নারায়ণগঞ্জ: বিগত বছর ১৯ জুলাই সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনার ১৪ মাস পর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৫৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার বাদী মো. জিদান হোসেন (২২)। গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছিলেন তিনি। গত ১১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে তিনি এই মামলার আবেদন করেন এবং আদালত আবেদনটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রেকর্ডের নির্দেশ দেয়।

মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাতিজা আজমেরী ওসমান, ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, আলীরটেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শাহিনূর আলম জানান, আদালতের নির্দেশে হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়েছে। এজাহারে ৫৯ জনের নাম উল্লেখ করা হয়েছে, এবং আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। মামলার বাদী আহত মো. জিদান হোসেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনায় নতুন মামলাসহ নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট ১০২টি মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, এসব মামলার তদন্ত চলছে। এরই মধ্যে পিবিআই দুটি মামলার অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে এবং সিআইডি পাঁচটি মামলার তদন্ত গুরুত্বসহকারে চালিয়ে যাচ্ছে।

RSS
Follow by Email