১২ বছরের শিশু মিথিলাকে সিলেট থেকে উদ্ধার করলো পিবিআই
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নিখোঁজ হওয়ার ১৪ দিনের মাথায়, সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে উদ্ধার করা হলো ১২ বছর বয়সী নিখোঁজ বালিকা আসমা জাহান মিথিলাকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা দাবি করেছে, বিশেষ প্রযুক্তির সহায়তায় তারা এই উদ্ধার অভিযান সফল করেছে এবং গত বুধবার বিকেল ৫টায় তাকে খুঁজে পায়। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে তার আইনগত অভিভাবক, মায়ের কাছে তাকে হস্তান্তর করা হয়।
পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ এক প্রেস রিলিজে এই চাঞ্চল্যকর তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
পিবিআই-এর ভাষ্যমতে, গত ৩ অক্টোবর সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জ জালকুড়ি এলাকা থেকে ভিকটিম আসমা জাহান মিথিলা (১২) নিখোঁজ হয়। এই বিষয়ে ভিকটিমের মা মোসা. নাজমা বেগম সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। থানাপুলিশ ও অন্যান্য সংস্থা তদন্ত শুরু করলেও, একপর্যায়ে নিখোঁজ শিশুটিকে খুঁজে পেতে তার মা পিবিআই নারায়ণগঞ্জ জেলার দ্বারস্থ হন।
মামলার তদন্তভার পান পিবিআই নারায়ণগঞ্জ জেলার এসআই (নিঃ) মোঃ হযরত আলী। পিবিআই-এর দাবি, পুলিশ সুপার, পিবিআই, নারায়ণগঞ্জ জেলার সার্বিক তত্ত্বাবধানে তারা এই তদন্ত শুরু করে।
পিবিআই সূত্র নিশ্চিত করেছে যে, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে এবং জালকুড়ি বাসস্ট্যান্ডের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তারা দেখতে পায়, গত ৩ অক্টোবর, ভোর ৫ টা ৫৮ মিনিটে আসমা জাহান মিথিলাকে সংগীয় আরেকজনের সাথে সাইনবোর্ড মুখে হাঁটতে দেখা যায়। এই ক্লু অনুসরণ করে এবং তথ্যপ্রযুক্তির নিবিড় সহায়তায় পিবিআই জানতে পারে যে, সংগীয় ছেলেটি সিলেট মেট্রোপলিটন এলাকার কাজিটোলায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে এসআই মোঃ হযরত আলী, এসআই মোঃ মফিজুর রহমান এবং কনস্টেবল সত্যেন্দ্রনাথ দত্তের সমন্বয়ে পিবিআই-এর একটি আভিযানিক দল সিলেট মেট্রোপলিটন কোতোয়ালী থানাধীন কাজিটোলা এলাকায় অভিযান চালায়।
পিবিআই নিশ্চিত করেছে, গত ১৬ অক্টোবর বিকাল ৫ টায় কোতোয়ালী থানাধীন কাজিটোলা এলাকার জনৈক মাহবুব হোসাইনের ভাড়াটিয়া, মো. রতন (১৭) এর ঘর থেকে নিখোঁজ ভিকটিম আসমা জাহান মিথিলাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর ভিকটিমকে নিয়ে পিবিআই দল গভীর রাত অর্থাৎ, আজ ১৭ অক্টোবর ভোর ৪ ঘটিকায় নারায়ণগঞ্জ অফিসে পৌঁছায়।
পিবিআই জানায়, আইনি প্রক্রিয়া শেষে আজ সকাল ১০ টায় উদ্ধারকৃত ভিকটিমকে তার মাতা ও জিডির বাদীনি মোসা. নাজমা বেগমের নিকট হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের মায়ের কাছে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হাজির হওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, এই পুরো বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।