শুক্রবার, জানুয়ারি ২৩, ২০২৬
রাজনীতি

১২ তারিখ ভোটের বিপ্লব হবে, আর সেই বিপ্লবে আমরাই বিজয়ী হবো: মনির হোসাইন কাসেমী

“খেজুর গাছ মার্কাই আমাদের সকলের মার্কা” বলে দৃপ্তকণ্ঠে ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

শুক্রবার বিকাল ৪ টায় ফতুল্লা ইউনিয়নের নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
নির্বাচনী বৈঠকে আরও বক্তব্য রাখেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও নির্বাচনী কমিটির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ফতুল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. খোরশেদ কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় মনির কাসেমী বলেন, “এই আসনে ধানের শীষে ভোট দিলে সেই ভোট নষ্ট হয়ে যাবে। তাই কেউ যেন নিজের ভোট নষ্ট করবেন না। সবাই খেজুর গাছেই ভোট দিবেন।”

তিনি আরও বলেন, “আমাদের এখানে কোনো ভাই-টাই নেই, কোনো বিভ্রান্তির সুযোগ নেই। আমাদের একমাত্র মার্কা খেজুর গাছ। ভোটের ক্ষেত্রে আমরা সঠিক সিদ্ধান্ত নেবো। ইনশাআল্লাহ, আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী ১২ তারিখ ভোটের বিপ্লব হবে, আর সেই বিপ্লবে আমরাই বিজয়ী হবো।”

মুফতি মনির কাসেমী বলেন, “আমরা সবাই ধানের শীষকে ভালোবাসি, আমরা সবাই তারেক রহমানকে ভালোবাসি—ঠিক কি না?” এ সময় উপস্থিত জনতা একযোগে ‘ঠিক’ বলে সাড়া দেন।

তিনি আরও বলেন, “সারাদেশে ২৯৬টি আসনে ধানের শীষ প্রতীকে সিল মারা হবে। আর বিশেষ চারটি আসনে সিল মারতে হবে খেজুর গাছ প্রতীকে। সৌভাগ্যক্রমে আমাদের এই নারায়ণগঞ্জ-৪ আসনও সেই চারটি আসনের একটি।”

তিনি স্পষ্ট করে বলেন, “তাই এই আসনে আমরা যারা ভোটার আছি, আমরা সবাই একযোগে খেজুর গাছ মার্কায় সিল মারবো, ইনশাআল্লাহ।”

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “তারেক রহমান বলেছেন—‘I have a plan’। সেই প্লানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো এই চারটি আসনকে যথাযথভাবে মূল্যায়ন করা। সেই কারণেই এখানকার প্রতীক আলাদা। এই প্রতীক কৌশলগত ও ঐতিহাসিক সিদ্ধান্তের অংশ।”

এ সময় তিনি সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধভাবে খেজুর গাছ প্রতীকের পক্ষে মাঠে কাজ করার আহ্বান জানান।

RSS
Follow by Email