১০ লাখ জনগোষ্ঠীর কুতুবপুরকে এনসিসি’র অন্তর্ভুক্তির দাবি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে ‘কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করণ বাস্তবায়ন কমিটি’। এ বিষয়ে রোববার (২ নভেম্বর) দুপুরে কমিটির একটি প্রতিনিধি দল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা শিরিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এবং দাবির সপক্ষে বিভিন্ন ডকুমেন্টারি তার কাছে হস্তান্তর করে।
কমিটির নেতৃবৃন্দ ইউএনওকে জানান, বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে অবস্থিত কুতুবপুর ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিত। ৩৬৪৭ একর আয়তনের এই ইউনিয়নের বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রতি বর্গকিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব ৬৯৯৭ জন।
নেতৃবৃন্দ আরও জানান, ইউনিয়নের মোট ভূমির খুব কম অংশই অকৃষি ভূমি। এখানকার মোট জনসংখ্যার চার ভাগের তিন ভাগের বেশি মানুষ অকৃষি পেশায় নিয়োজিত।
কুতুবপুরের শিক্ষার হার ৬৫ ভাগ (২০০১ সালের আদমশুমারি অনুযায়ী)। এখানে ০১টি ডিগ্রী কলেজ (হাজী মিসির আলী ডিগ্রী কলেজ), ০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ০৫টি মাধ্যমিক বিদ্যালয়, ২০টি মাদ্রাসা এবং ৩৩টি কিন্ডার গার্টেন রয়েছে। এছাড়া নৌ-বাহিনী ঘাঁটি, সেনাক্যাম্প, পার্ক, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিনিধি দল ইউএনওকে জানায়, বিগত ০৬/১০/২০২৫ইং তারিখে প্রকাশিত প্রজ্ঞাপনে কুতুবপুর ইউনিয়নের আংশিক ভূমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করার প্রস্তাবে কুতুবপুরের জনগণ অসন্তুষ্ট। তারা বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী একটি পৌরসভায় উন্নীত হওয়ার জন্য কুতুবপুর ইউনিয়ন বহু বছর আগেই সব মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়েছে।
কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভূক্ত করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহীদুল্লাহ্ এবং সদস্য সচিব এস.এম কাদির সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের দাবি ইউএনওর কাছে তুলে ধরেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন নেতৃবৃন্দের দাবি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “আমরা জনগণের সেবক। জনগণের মতামতের গুরুত্ব দিয়েই আমরা কাজ করি।”
তিনি তাৎক্ষণিকভাবে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জনগণের মতামত ও গণশুনানীর ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশনা প্রদান করেছেন। ইউএনও জানান, গণশুনানীর রিপোর্ট পাওয়ার পর তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক হাজী মোঃ শহীদুল্লাহ্, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ নুরুল হক জমাদ্দার, সদস্য সচিব এস.এম কাদির, মোহাম্মদ আলী এবং সাইফ রেজা সুমন প্রমুখ।
