১০ মন তেলও উত্তপ্ত হবে না, রাধাও নাচবে না: সাবেক এমপি গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: বিগত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম শেষে এবার দেশের মানুষকে সাথে নিয়ে ‘ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে দেশকে উত্তরণের’ শপথ নিয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যারা আন্দোলন বা অরাজকতার মাধ্যমে স্বৈরাচারী কায়দায় দেশে রাজত্ব ফেরাতে চান, তারা দিবাস্বপ্ন দেখছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর বার্তা দেন।
গিয়াস উদ্দিন বলেন, “যারা এই স্বপ্ন দেখেন যে, যারা স্বৈরাচার, যারা দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে তারা আবার দেশে আসবে, আবার রাজত্ব কায়েম করবে—ভুলে আছেন। ১০ মন তেলও উত্তপ্ত হবে না, রাধাও নাচবে না। তাই আপনাদের শুভ বুদ্ধির উদয় হউক।”
ফ্যাসিস্ট সরকারের অধীনে জনগণ তিনটি নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা বিগত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি। এখন আমরা হাসিনার ধ্বংস করে যাওয়া দেশের উত্তরণ ঘটানোর জন্য এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।”
তিনি নেতাকর্মীদের প্রতি সহিংসতা ও তিরস্কারমূলক আচরণ এড়িয়ে চলার আহ্বান জানান। তিনি বলেন, “যারা ভালো মানুষ তারা যেন স্বাচ্ছন্দ্যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে রাজনীতি করতে পারে সে সুযোগ আপনারা দিবেন। কারো বিরুদ্ধে কোনো তিরস্কার করবেন না। অন্যায়ভাবে কারো বিরুদ্ধে কোনো আচরণ করবেন না, সে যেই দলেরই হোক না কেন।”
গিয়াস উদ্দিন মনে করিয়ে দেন, সকলের সাথে সহমর্মিতা রেখে সহ-অবস্থান করা এবং সুষ্ঠু ধারার একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করাই ছিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্বপ্ন। তিনি সেই ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তুলতে চান।
তিনি আরও বলেন, জনগণের আন্দোলন-সংগ্রামে যারা বারবার পরাজিত হয়েছে, তারা চায় না এ দেশ গণতান্ত্রিক হোক বা উন্নয়নের পথে হাঁটুক। সেজন্য তারা নির্বাচনের পথকে ব্যাহত করার লক্ষ্যে আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তবে, ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা সত্যিকারের অপরাধ ও অন্যায় করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবিও জানান তিনি।
৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাড. মাসুদুজ্জামান মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এই পথসভায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।