মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
সোশ্যাল মিডিয়া

১০ জানুয়ারি ত্বকী চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ১০ জানুয়ারি। শনিবার (৪ জানুয়ারী) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে লাইভ নারায়ণগঞ্জকে জানানো হয়।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিরনায়তনে বিকেল তিনটায় ‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৪’এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সভাপতিত্ব করবেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, নিহত ত্বকীর বাবা রফিউর রাবি।

এবার লেখা ও ছবি আঁকা প্রতিযোগিতার উভয় বিষয়ের তিনটি বিভাগে সারাদেশ থেকে বিপুল সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দশ জনকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই বিশেষ ক্রেস্ট ও সার্টিফিকেট এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০২৪’ প্রদান করা হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশটি লেখা ও চিত্রকর্ম নিয়ে আকর্ষণীয় স্মারক ‘ত্বকী’ প্রকাশিত হবে।

RSS
Follow by Email