১০টি ইউনিটের সভাপতি সেক্রেটারির সাথে মতবিনিময় করলো জেলা বিএনপি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাথে মতবিনিময় করেছে জেলা সাথে সম্পৃক্ত ১০টি ইউনিটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে ওই মত বিনিময় সভা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধিনের ১০টি ইউনিটের সভাপতি সেক্রেটারি সাথে সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হয়। সভার প্রথমেই নেতৃবৃন্দের সাথে পরিচিতি পর্ব শেষ হয়। পরে দলকে এগিয়ে নিয়ে যেতে সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, ১ম যুগ্ম আহ্বায়ক হয়েছেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরীফ আহমেদ টুটুল ও সদস্য সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধিনের ১০টি ইউনিটের সভাপতি সেক্রেটারি।