মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led05ধর্ম

১ম ও ২য় ধাপে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: প্রথম ধাপ ও দ্বিতীয় ধাপে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। টঙ্গীর তুরাগ নদীর পাড়ে এবছরের বিশ্ব ইজতেমার প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

সোমবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তাবলিগের দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে এ কথা জানান তিনি।

জানা যায়, বৈঠকে জরুরি দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ, মুসল্লিদের জরুরি প্রাথমিক চিকিৎসা, অস্থায়ী দোকানপাট ব্যবস্থাপনা, বস্তি ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, ইজতেমাস্থলে স্বাস্থ্যসম্মত খাবার বিক্র‍য় মনিটরিং, মাইক সম্প্রসারণ, সিনেমার অশ্লীল পোস্টার অপসারণ, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনে ব্যবস্থাসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

RSS
Follow by Email