বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
Led01রাজনীতিসদর

হ্যাটট্রিক জয়ের পর শুভেচ্ছায় সিক্ত সেলিম ওসমান ও তার পরিবার

লাইভ নারায়ণগঞ্জ: টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী নেতা সেলিম ওসমান। এনিয়ে পুরো আসন জুড়ে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।

এ উপলক্ষে সোমবার (৮ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ সদর থানা সংলগ্ন সেলিম ওসমানের নির্বাচনী ক্যাম্পে ফুলের তোড়া নিয়ে হাজির হন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারাণ জনগন।

এর আগে, বিকেল থেকেই ক্যাম্পের মধ্যে নির্বাচন পরবর্তী আনন্দ উৎসবের অংশ হিসেবে গান-বাজনার আয়োজন করে নারায়নগঞ্জ কলেজের সাংস্কৃতিক গ্রুপ।

সেখানে অংশ নেন, বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।

রাত সারে ৭টার দিকে সেখানে উপস্থিত হন এমপি সেলিম ওসমান, তার সহধর্মিণী নাসরিন ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা।

এরপর শুরু হয় ফুলের শুভেচ্ছা পালা। একে একে ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, জেলা আইনজীবী সমিতি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারসহ সাধারাণ জনগন ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সেলিম ওসমানকে।

পরে কোন বক্তব্য হবে না জানিয়ে, সকলের সাথে দর্শক সাড়িতে বসে গান উপভোগ করা শুরু করেন সেলিম ওসমান ও তার পরিবারের সদস্যরা।

RSS
Follow by Email