বৃহস্পতিবার, মার্চ ৬, ২০২৫
অর্থনীতি

হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন এর ৭ দফা দাবিতে বিক্ষোভ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন এর ৭ দফা দাবী জানিয়েছে বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৫ মার্চ) দুপুরে বিবি রোডের উবিলপাড়া এলাকায় ওই বিক্ষোভ করেন তিনি।

এ সময় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যাবধি সংশোধিত) এর ২১০ (১) ধারা মোতাবেক নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন এর ৭ দফা দাবী নামা পেশ করেন।

দাবীনামায় উল্লেখ করা হয়, যথাযথ বিনয় ও শ্রদ্ধাসহ নিবেদন এই যে, অমরা আপনাদের হোসিয়ারী প্রতিষ্ঠানে নিয়োজিত সকল শ্রমিক কর্মচারীদের জন্য দেশে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারনে শ্রমিকদের মজুরী বৃদ্ধিসহ অন্যান্য দাবী বিবেচনার নিমিত্তে পেশ করিলাম।ইতিপূর্বে বিগত ১৫/০৬/২০২২ইং তারিখে আপনাদের সহিত নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়ন এর সহিত ত্রি-পাক্ষিক চুক্তিনামা স্বাক্ষরিত হয়। বর্তমানে সকল দ্রব্যমূল্যের বৃদ্ধির চাপে শ্রমিক শ্রেনী দিশেহারা। এমতাবস্থায় নিম্নোক্ত ০৭ (সাত) দফা দাবী উত্থাপন করিলাম।

“দাবী সমূহ”
বর্তমানে সকল দ্রব্যমূল্যের বৃদ্ধির কারনে বর্তমান মজুরীর উপর ৭০% ভাগ বৃদ্ধি করিয়া শ্রমিক কর্মচারীদের মজুরী প্রদান করিতে হইবে।
R.N.S এর গোষ্ঠীর বেলায় ৯০টি ভাগ বৃদ্ধি করিয়া মজুরী প্রদান করিতে হইবে।
হোসিয়ারী বডি মেশিন শ্রমিকদের বেলায় ০২ (দুই) মেশিনে শিফট্ ধরিয়া ৮ (আট) ঘন্টায় ৪০০/-(চারশত) টাকা মজুরী দিতে হইবে।
অতিরিক্ত মেশিন চালানোর জন্য প্রতি মেশিন ১৫০ (একশত পঞ্চাশ) টাকা করে মজুরী বৃদ্ধি করিতে হইবে। ঘর ভাড়া চিকিৎসা ও যাতায়াত ভাতা সকল শ্রমিককে প্রদান করিতে হইবে ও শ্রমিকদের প্রয়োজনীয় সকল প্রকার শ্রম আইন মোতাবেক কাগজপত্র প্রদান করিতে হইবে। 81
নারী শ্রমিকদের জন্য মাতৃকালীন স্ববেতনে ৬ মাসের ছুটি ও ভাতা প্রদান করিতে হইবে।
হোসিয়ারী শিল্পের সহিত সম্পর্কিত হোসিয়ারী এন্ড লোকাল গার্মেন্টস, হিট ক্যালেন্ডার, সাটিং, দর্জি হাপাখানা, কলারম্যান, মৌজা, কুনিং, রি-কুনিং সকল পর্যায়ের শ্রমিক কর্মচারীদের জন্য বর্তমান মজুরীর উপর ৭০% ভাগ বৃদ্ধিসহ ছুটি ও বোনাস এবং অন্যান্য সুবিধা শ্রম আইন মোতাবেক প্রদান করিতে হইবে। (ক) ফোরণ ভিত্তিক শ্রমিকদের উৎসব বোনাস দুই ঈদে ও পূজায় ৭,০০০/- (সাত হাজার) টাকা প্রদান করিতে হইবে।
শ্রমিক ইউনিয়নের আসবাবপত্র প্রদান করিতে হইবে ও শ্রমিক ইউনিয়ন এর জন্য বিসিক শিল্পনগরীতে নির্ধারিত জায়গা দিতে হইবে।

উপরোক্ত দাবী সমূহ আগামী ১৫ (পনের) নিজ সময়ের মধ্যে বিবেচনা করিয়া তাহা বাস্তবায়ন অথবা শিল্পের বৃষরর স্বার্থে দ্বি-পাক্ষিক আলোচনাক্রমে সম্মানজনক সমাধানের ব্যবস্থা গ্রহনে বাধিত করিবেন।

RSS
Follow by Email