শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫
Led03রাজনীতি

হোসিয়ারি সমিতিতে ইলেকশন হবে সিলেকশন হবে না: এড. টিপু

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক পরিবার পালিয়ে গেছে, আর নারায়ণগঞ্জ থেকে একটি সন্ত্রাসী গডফাদার পালিয়ে গেছে। নারায়ণগঞ্জে আর নতুন করে কোন গডফাদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীর হতে দেয়া যাবে না। নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সবাই এক থাকবে, তারা কোন পরিবারের কাছে জিম্মি থাকতে চায়না। বিগত সময়ে বিকেএমইএ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, হোসিয়ারী সমিতিসহ ব্যবসায়ী সংগঠন গুলোতে নির্বাচন হতে দেয়া হয়নি। সোসিয়ারির প্রার্থীরা যখন আমাদের কাছে আসে আমরা বলি নির্বাচনের জন্য প্রস্তুতী নেও, এখানে ইলেকশন হবে সিলেকশন হবে না।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর হৃদমপ্লাজা কমিউনিটি সেন্টারে, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে, স্বতন্ত্র হোসিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের পরিচিতি সভা তিনি এসব কথা বলেন।

এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, হোসিয়ারী সমিতির মালিক ভাইয়েরা আপনারা আগামী ৩ তারিখে সকালে নারায়ণগঞ্জ ক্লাব প্রঙ্গণে গিয়ে ভোট দিবেন। কোন গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজকে ভয় পাবেন না। জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আছে, ছিলো এবং থাকবে।

RSS
Follow by Email