হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা
লাইভ নারায়ণগঞ্জ: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট কার্যক্রম পরিচালনা হয়।
এ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। স্বতঃস্ফূর্ত ভাবেই ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারদের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ১১৩ টি। ভোটার উপস্থিতি ছিলো ৯৬.০৩ শতাংশ। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের পর এখন চলছে ভোট গণনার কাজ।
নির্বাচনের সতন্ত্র ১১নং ব্যালেটের প্রার্থী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের হুঁশিয়ারি সমিতির নির্বাচন পরিচালিত হচ্ছে। আনন্দ ঘন পরিবেশ বলার কারণ বিগত ১২ বছরের বেশি তারা নিজের ইচ্ছায় ভোট দিতে পারেনি। তাই এত বছর পর ভোট দিতে পেরে তাদের মাঝখানে একটি ঈদের আমেজ চলে এসেছে। তাদের এই আনন্দঘন পরিবেশ দেখে আমরা যারা স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছি এটাই আমাদের সার্থকতা। ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর ভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন কেও ধন্যবাদ জানাচ্ছি। ভোটারদের মধ্যে আমি অনেক সাড়া পাচ্ছি যদি আল্লাহতালা চায় তাহলে ইনশাল্লাহ আমি বিজয় হব। যদি নির্বাচিত হই তাহলে হোসিয়ারী সমিতির যে আইন শৃঙ্খলা সংক্রান্ত ঝামেলা সেগুলো নিয়ে আগে কাজ করবো।
নির্বাচনে বদু প্যানেলের বদু বলেন, ‘বিগত ১৫-১৬ বছর যাবত নির্বাচন গুলো একটা পরিবারের দখলে ছিল। এখন সে দখল মুক্ত হয় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। বাহিরে ভোটাররা নাম্বার বলে আনন্দমুখর পরিবেশে স্লোগান দিচ্ছে। তাদের এই আনন্দের কারণ তারা ভোট নিজের ইচ্ছায় দিতে পারছে। এখন পর্যন্ত ভোটারদের অধিক সাড়া পাচ্ছি। আশা করছি আমাদের প্যানেল বিজয়ী হবে। ভোটারদের বিষয়ে আমি ৭০ শতাংশ ভোট প্রত্যাশী।
প্রসঙ্গত, নির্বাচনে অন্যান্য স্বতন্ত্র সাধারণ গ্রুপের পরিচালক পদপ্রার্থীরা হলেন, ১নং ব্যলেটে মোহাম্মদ আওলাদ হোসেন , ১৪নং ব্যলেটে বাবুল চন্দ্র দাস, ১৯নং ব্যলেটে মোঃ লুৎফুর রহমান ফকির, ২১ নং ব্যলেটে সুশান্ত পাল চৌধুরী, ৫নং ব্যলেটে আবুল বাশার বাসেত, ৯নং ব্যলেটে নাজমুল হক ও ৭নং ব্যলেটে দিদার খন্দকার। অ্যাসোসিয়েট গ্রুপের পরিচালক পদপ্রার্থী হলেন, ১২ নং ব্যলেটে মাসুদুর রহমান রানা, ৭নং ব্যলেটে নারায়ণ চন্দ্র মজুমদার, ১১নং ব্যলেটে মুক্তার হোসেন, ১৩নং ব্যলেটে মাসুম মোল্লা, ৮নং ব্যলেটে ফারুক আহমেদ, ৪নং ব্যলেটে ইবনে মোঃ আল কাউসার।