রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03রাজনীতি

হেফাজতের জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছেন না.গঞ্জের মাটি ও মানুষ: মাও. মামুনুল হক

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ আন্দোলন সংগ্রামের জন্য একটি উর্বর জায়গা। ২০১৩ সালের হেফাজত ইসলামের রক্তাক্ত আন্দোলনের জন্য দেশে যদি অন্য কোন জেলার নাম আলাদা করে উল্লেখ করা হয় সেটি হবে নারায়ণগঞ্জ। এই হেফাজতের জন্য সবথেকে বেশি রক্ত দিয়েছেন নারায়ণগঞ্জের মাটি ও মানুষ। হেফাজত ইসলাম এর একটি ঘাটি হচ্ছে নারায়ণগঞ্জ।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত থেকে এ কথা বলেন হেফাজতের নেতা মাও. মামুনুল হক। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা ও মহানগর হেফাজতের ইসলামীর নেতৃবৃন্দরা।

তিনি আরও বলেন, একটি গাছ অনেকগুলো পাতা অনেকগুলো ডাল থাকে, সামান্য বাতাসে একই গাছের ডালগুলো একে অপরের সাথে হালকা বাড়ি খায়। একইভাবে যদি আমরা সকলে একসাথে চলেই তাহলে বিভিন্ন কারণে মতবিরোধ হতে পারে। সকলের মদকে কাছাকাছি নিয়ে একসাথে চলায় আমাদের কাজ। তাই আমাদের এই কমিটি গঠন করতে কাঙ্খিত সময়ের থেকেও একটু বেশি সময় লেগেছে।

মামুনুল হক আরও বলেন, এই ঘাঁটিতে অনেকেই দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন। সেই জায়গায় আমরা হযরত ওমর ফারুক (রা) সুন্নত অনুসরণে একটি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব। এখানে কেন্দ্র নেতারা আমাদের কমিটির প্রস্তাবনা পেশ করবেন। এই কমিটির ঘোষণার পর যারা নতুন ভাবে দায়িত্ব এসেছেন বা যারা পুরাতন ছিলেন, আপনাদের ব্যক্তিগত বা প্রিয়জনের চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে ইসলামের চাওয়া পাওয়ার হিসেবে কাজ করবেন। আমরা কল্যাণের চিন্তাকে সামনে রেখে আগামীতে কমিটি পরিচালনা করবো।

RSS
Follow by Email