রবিবার, আগস্ট ১৭, ২০২৫
রাজনীতি

হেনা দাসের প্রয়াণ দিবসে ‘সিপিবি’র শ্রদ্ধা ও স্মরণসভা’

লাইভ নারায়ণগঞ্জ: কমিউনিস্ট নেত্রী কমরেড হেনা দাসের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র জেলা কমিটি। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জ মহাশ্মশানে তার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে হেনা দাসের স্মরণসভা অনুষ্ঠিত হয়।

কমিউনিস্ট পার্টির জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে স্মরণসভায় আলোচনা করেন ‘সিপিবি’ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, সদস্য দুলাল সাহা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ‘বাসদ’ জেলা কমিটির সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব। উপস্থিত ছিলেন ‘সিপিবি’ শহর কমিটির সভাপতি আঃ হাই শরীফ, সাধারণ সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু, বাংলাদেশ মহিলা পরিষদ জেলা কমিটির সভাপতি রীনা আহমেদ, সদস্য কৃষ্ণা ঘোষ, শোভা সাহা, হেনা দাসের মেয়ে ডা. দীপা ইসলাম, নাতনি নবনিতা, শ্রমিক নেতা এম এ শাহীন প্রমুখ।

স্মরণসভায় নেতৃবৃন্দ বলেন, গরিব মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের বলিষ্ঠ যোদ্ধা কমরেড হেনা দাস আজীবন শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে গেছেন। তিনি ১৯৪২ সালে সিলেট শহরের পুরানলেনে জন্মগ্রহণ করেন। মুক্ত মানবের মুক্ত সমাজ তথা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার মহান ব্রত নিয়ে কমরেড হেনা দাস মাত্র ১৪ বছর বয়সে সংগ্রামে অবতীর্ণ হন। ছাত্র আন্দোলন থেকে শুরু করে বৃটিশবিরোধী আন্দোলন, নানকার বিদ্রোহ, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার ও সম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে অনন্যা ভুমিকা রেখেছেন। এছাড়াও নারী ও শিক্ষা আন্দোলন, চা শ্রমিক, আদিবাসী এবং সাংস্কৃতিক আন্দোলনে অন্যতম পুরোধা ছিলেন।

তারা আরও বলেন, কমরেড হেনা দাস কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজে সর্বদা নিবেদিত ছিলেন। সারাজীবন তিনি শিক্ষা-সংস্কৃতি-রাজনীতি নিয়ে লেখালেখি করেছেন। তাঁর লেখা অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে। কমরেড হেনা দাস ২০০৯ সালের ২০ জুলাই ৮৫ বছর বয়সে নারায়ণগঞ্জে প্রয়াত হয়েছেন। মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত অবিচল ছিলেন। বঞ্চিত নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন অগ্রসৈনিক। কমরেড হেনা দাসের মতো বহুমুখী ধারার আন্দোলনের অনন্য নেত্রী এদেশে খুবই কম জন্মেছেন। তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা নেয়ার আহবান জানান নেতৃবৃন্দ।

RSS
Follow by Email