হৃদরোগে আক্রান্ত ইন্সপেক্টর শাহরিয়ার, দোয়া প্রার্থনা
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার সাবেক ডিআইও-১ (জেলা ইন্টেলিজেন্স অফিসার) এবং বর্তমানে বন্দর ফাঁড়ির ইনচার্জ শাহরিয়ার হোসেন আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অসুস্থ অবস্থায় তাকে দ্রুত রাজধানী ঢাকার শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের (বারডেম) সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তার পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করেছেন।