রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led01আড়াইহাজারজেলাজুড়েরাজনীতি

হুইপ বাবুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে। হুইপ বাবু স্থানীয় চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম স্বপনের পক্ষে এক সভায় অংশ নিয়েছে বলে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে ।

বৃহস্পতিবার (৯ মে) আড়াইহাজার পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এই নির্বাচনী সভায় হুইপ বাবু অংশ্রগ্রহণ করেন বলে জানা যায়। এ সভার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন পৌর কাউন্সিলর মমিনুল ইসলাম শুভ।

তার সেই স্ট্যাটাস তিনি লিখেন, ‘২১ তারিখ আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আড়াইহাজার পৌর সভায় আওয়ামী লীগ কর্তৃক নির্বাচনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু এমপি মহোদয়।’

এবিষয় সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজার উপজেলা দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাকিব আল রাব্বি লাইভ নারায়ণগঞ্জকে বলেন, আমরা অভিযোগ পাইনি। অভিযোগ পেলে এই বিষয়ে ব্যবস্থা নেব।

RSS
Follow by Email