রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03জেলাজুড়েফতুল্লারাজনীতি

হিন্দু সম্প্রদায়ের মানুষদের পরিবারের অংশ মনে করতে হবে: রিয়াদ চৌধুরী

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষদের আমাদের সমাজের,আমাদের পরিবারের অংশ মনে করতে হবে। এবং তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ফতুল্লা পিলকুনি এলাকায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিয়াদ মো. চৌধুরী বলেন, আমাদের সমাজকে অপরাধ মুক্ত রাখতে হলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। সমাজকে সুন্দর করতে হলে মাদক এবং কিশোর অপরাধ মুক্ত রাখতে আমাদের এগিয়ে আসতে হবে। সবাই ঐক্যবদ্ধ বদ্ধ থাকলে সমাজে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না।

কুতুবপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সম্পাদক শরিফল মোল্লার, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,মোঃ সেলিম মুন্সী,মোস্তাক আহমেদ, বাহারুল হক বাহু, শফিকুল ইসলাম নিজাম,শাহাজাহান মোল্লা,আষাদ মোল্লা,ফরহাদ মোল্লা, হেমায়েত রসুল রিপন,যুবদল নেতা আবিদ হোসেন,তন্ময়,অমি প্রমুখ।

RSS
Follow by Email