সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েরূপগঞ্জ

হাসেম ফুড কারখানায় নিহতের পরিবারকে আর্থিক অনুদান ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জ কর্ণগোপ এলাকায় হাসেম ফুড লিমিটেড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে নিহত ৫৪ জন শ্রমিক-কর্মচারীর পরিবারের মাঝে অনুদান ও দোয়ার আয়োজন করা হয়েছে।

সোমবার (৮ জুলাই) দুপুরে মালিকপক্ষের আয়োজনে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হাসেম ফুড লিমিটেড কারখানার উপ-ব্যবস্থাপনা পরিচালক তারেক ইব্রাহীম, তৌসিব ইব্রাহীম, জেনারেল ম্যানেজার রবিউল ইসলাম, এজিএম ক্যাপ্টেন মামুনুর রশিদসহ কারখানা কর্তৃপক্ষসহ নিহতদের স্বজনরা।

প্রসঙ্গত, ২০২১ সালের ৮ জুলাই সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় ৫৪ জন শ্রমিক নিহত হন। এছাড়া আরো প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হন। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট ২৯ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ৯ জুলাই দুপুরে পোড়া লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে সরকারী ভাবে দুই লাখ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরন দেয়া হয়।

RSS
Follow by Email