শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02জেলাজুড়েরাজনীতিসদর

হাসিনার পতন হলেও, তার হাতে করা দেশবিরোধী চুক্তি ও প্রকল্প রয়েছে: মুনা

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেছেন, ২০০৬ সালে তৎকালিন বিরোধী দলিয় নেতা শেখ হাসিনা ফুলবাড়ীতে এসে ফুলবাড়ীর মানুষের সাথে একত্বতা প্রকাশ করে রাজনৈতিক সুবিধা নিয়ে, ক্ষমতায় গিয়ে ফুলবাড়ীর মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করেছে, ফুলবাড়ীর ৬ দফা চুক্তি বাস্তবায়ন না করে উল্টো ষড়যন্ত্র করে এ্যাশিয়া এ্যার্জিকে দিয়ে গত ২০১৪ সালে আন্দোলনকারী নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে, দিনাজপুরের ফুলবাড়ি অঞ্চলে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের প্রতিবাদে গড়ে উঠা গণআন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে তিনি এসব কথা বলেন।

মুনা বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণবিপ্লবের মাধ্যমে ফেসিস্ট হাসিনা সরকারের পতন হলেও, এখনো তার হাতে করা দেশবিরোধী চুক্তি ও দেশ বিরোধী প্রকল্প রয়েছে, ফুলবাড়ীর ৬দফা চুক্তি বাস্তবায়নসহ পতিত হাসিনা সরকারের দেশ বিরোধী চুক্তি বাতিল করার আহবান জানাই।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলার প্রচার সম্পাদক শুভ দেব, নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সম্পাদক আব্দুল আল মামুন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক সৃজয় সাহাসহ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email