বুধবার, মার্চ ১২, ২০২৫
Led02রাজনীতি

হাসিনার নির্দেশের ছাত্রলীগ হরতালের নামে নাশকতা করার চেষ্টা করছে: টিপু

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, খুনি হাসিনার বিরুদ্ধে ছাত্রদের নিয়ে আন্দোলন করেছি, সেই প্রেক্ষিতেই খুনি স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা পালিয়েও ক্ষান্ত হয়নি। সে বিদেশে থেকে দেশের শান্তি কে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করে চলেছে। তারই নির্দেশের ছাত্রলীগ দেশে হত্যা অরাজকতা ও হরতালের নামে নাশকতা করার চেষ্টা করছে।


সোমবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ছাত্রলীগ ও আওয়ামীলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় এক বক্তব্য এ কথা বলেন এড. টিপু।

এসময় তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারি মাস ব্যাপি যে কর্মসূচি তারা দিয়েছে তার প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠন রাজপথে ছিল, আছে এবং থাকবে। দেশের জনগণ আওয়ামী লীগকে আর রাজনৈতিক অধিকার দিতে চায় না কারণ তারা মনুষ্যত্ববোধ হত্যাকারী। আওয়ামী লীগ রাজনীতিকে বিশ্বাস করে না। আমরা প্রতিদিন রাজপথে থেকে রাজপথেই তাদের মোকাবেলা করব। নেতাকর্মীরা আপনারা সবাই প্রতিদিন প্রস্তুত থাকবেন। আমরা আগামীকাল বন্দর টার্মিনাল ঘাট থেকে আমাদের কর্মসূচি শুরু করবো। আপনারা আপনাদের প্রতিটি পাড়া মহল্লা ওয়ার্ড পাহারা দিবেন। প্রয়োজনে ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের নামের তালিকা করে আমাদের এবং প্রশাসনের কাছে দিবেন। আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কোনভাবেই অন্তবর্তী কালীন সরকারের ভাবমূর্ত দেশের শান্তি নষ্ট করতে দেওয়া যাবে

RSS
Follow by Email