বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫
Led05রাজনীতি

হাসপাতাল পর্যবেক্ষণে গণসংহতি, রবিবার সিভিল সার্জন কার্যালয় ঘেরাও

লাইভ নারায়ণগঞ্জ: খানপুর ৩শ’ শয্যা হাসপাতাল ও নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পর্যবেক্ষণ করেন গণসংহতি আন্দোলনের প্রতিনিধি দল। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় খানপুর হাসপাতাল এবং সাড়ে ১২ টায় ভিক্টোরিয়া হাসপাতাল পর্যবেক্ষণ করেন তারা।

পর্যবেক্ষণ শেষে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলেন, আমরা গত ২২ নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করি। সেখান থেকে ৭দিনের মধ্যে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি সাধনে ব্যর্থ হলে আগামী ১ ডিসেম্বর রবিবার সিভিল সার্জন কার্যালয় ঘেরাও এর ঘোষনা দেওয়া হয়। আমরা গত ৭ দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও সিটি কর্পোরেশনের বাইরে বিভিন্ন এলাকায় ডেঙ্গু গণসচেতনতায় গণসংযোগ, পথসভা করি। এ সময় নাগরিকরা আমাদের জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের যথাযথ উদ্যোগ তারা দেখেন নি। এবং কার্যকর কোন উদ্যোগ গ্রহণ করেন নি। সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যার্থতার পরিচয় দিয়েছে। এবং ডেঙ্গু পরিস্থিতির কোনরূপ উন্নতি আমাদের কাছে দৃশ্যমান হয়নি। এখন যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসায় সরকারি হাসপাতালগুলোর আন্তরিকতার অভাব রয়েছে। মাঝে মধ্যেই ডেঙ্গু পরীক্ষার কীট সংকট দেখা দিচ্ছে! হাসপাতালগুলোতে নামেমাত্র বিশেষায়িত ডেঙ্গু ওয়ার্ড থাকলেও রয়েছে বেড/ মেডিসিন ও মেডিকেল যন্ত্রাংশের অপর্যাপ্ততা। আমরা সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগকে বলবো আপনারা মানুষের জানমাল রক্ষার্থে অবহেলা করেছেন! তাই ভুক্তভোগী মানুষজন আপনাদের এই অবহেলার জবাবদিহি চায়। জনগণের স্বাস্থ্য সেবার দায়িত্ব নিয়ে কোন ধরনের অবহেলা, ব্যর্থতা আমরা আশা করি না। নারায়ণগঞ্জবাসীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়বদ্ধ। তাদের ব্যর্থতার জন্য তারা অবশ্যই জনগণের কাছে জবাদিহিতা করবেন এবং জনগণকে স্বাস্থ্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে যথাযথ উদ্যোগ নিবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রমে আমরা সংক্ষুব্ধ এবং ব্যাধিত।

নারায়ণগঞ্জবাসীর প্রতি আমরা আহ্বান জানাই, জবাবদিহিতা আদায়ে আগামীকালের সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নিন।

হাসপাতালের পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিনিধি দলে ছিলেন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, জেলা কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, নারী সংহতি’র আহ্বায়ক নাজমা বেগম, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, সৃজয় সাহা, ১৮ নং ওয়ার্ড গণসংহতি’র আহ্বায়ক শুক্কুর মাহমুদ জুয়েল, ১৩ নং ওয়ার্ড গণসংহতি’র সংগঠক জয়দেব প্রমুখ।

RSS
Follow by Email