সোমবার, মে ৫, ২০২৫
Led05রাজনীতি

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে না.গঞ্জে মশাল মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে দলের নেতৃবৃন্দ রবিবার (৪ মে) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ডাক বাংলো মোড় থেকে এ মিছিল শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু বলেন, ‘সরকার সন্ত্রাসীদেরকে যদি কোলে বসিয়ে রাখে, তাহলে বলে দিন। আমরা রাস্তায় নামব। আমাদের ভাইদের ওপর হামলা হলে আর বসে থাকব না। আমরা দেখে আসছি ৫ আগস্টের পর কী হয়েছে, আর সরকার কী করেছে। নারায়ণগঞ্জ থেকে হুঁশিয়ার করে দিচ্ছি—আর যেন হাসনাত, সারজিস ও নাহিদদের ওপর কোনো হামলা না হয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।’

এসময় উপস্থিত ছিলেন এনসিপির নারায়ণগঞ্জ জেলা সংগঠক তানজিমুল ইসলাম, তরিকুল ইসলাম রাকিব, মোস্তফা খন্দকার, সাব্বির, ফয়সাল আহমেদ, রাইসুল প্রমুখ।

RSS
Follow by Email